Posts

Showing posts from May, 2020
Image
ঘরবন্দী জীবনে আমাদের একমাত্র ভরসা মা।       যাঁর সঙ্গে জড়িয়ে আছে নাড়ির টান, জীবনের প্রথম শিক্ষাগুরু,জীবনের সবচেয়ে বড় আধার-মা। মা'কে সম্মান জানানোর,তাঁর প্রতি নিজের ভালোবাসা জাহির করার কোনও একটা দিন হয় না। আমাদের জীবনের প্রতিটা দিনই মাদার্স ডে।

আজ ঐতিহাসিক ৭ মে।

আজ ঐতিহাসিক ৭ মে। ২০০৭ সালের আজকের এই দিনে সেনা সমর্থিত সরকারের রক্তচুক্ষকে উপেক্ষা করে দেশের মাটিতে পা রাখেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা। গনতন্ত্রের মানষ কন্যা আমাদের প্রিয় নেত্রী  জননেত্রী শেখ হাসিনা।