ঘরবন্দী জীবনে আমাদের একমাত্র ভরসা মা।      
যাঁর সঙ্গে জড়িয়ে আছে নাড়ির টান, জীবনের প্রথম শিক্ষাগুরু,জীবনের সবচেয়ে বড় আধার-মা। মা'কে সম্মান জানানোর,তাঁর প্রতি নিজের ভালোবাসা জাহির করার কোনও একটা দিন হয় না। আমাদের জীবনের প্রতিটা দিনই মাদার্স ডে।

Comments

Popular posts from this blog

আজ ঐতিহাসিক ৭ মে।